দুদকের ভুয়া কর্মকর্তা আটক
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার সময় জাহাঙ্গীর আলম নামে এক যুবক হাতেনাতে ধরা পড়েছেন।
সোমবার (৯ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার দুদক কার্যালয় সেগুনবাগিচার সামনে থেকে প্রতারণার সময় হাতেনাতে আটক করা হয়েছে। তাকে রমনা থানায় হস্তান্তর করা হবে। ভুক্তভোগী মো. আব্দুল কাহহার সিদ্দিক (চেয়ারম্যান, ৭নম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ, চৌহালী, সিরাজগঞ্জ) বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও দুদক সূত্রে জানা গেছে।