ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
Published : Friday, 6 August, 2021 at 8:39 PM
নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহতনাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও নারী যাত্রীসহ অপর চারজন আহত হয়েছে। পুলিশ জানায়, নাটোর শহরতলীর দত্তপাড়া ব্রীজ এলাকায় শুক্রবার ভোর রাতে ঢাকাগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইলের বায়রা গ্রামের ট্রাক চালক শাকিল আহমেদ (৪৪) ঘটনাস্থলে নিহত ও একই গ্রামের পিন্টু (২৮) ও জিলকদ (২৯) এবং নাটোর সদরের চন্দ্রকোলা গ্রামের ট্রাকের যাত্রী মোছা. ফেন্সি (২২) ও মো. দোলন (২৫) আহত হন।

আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপর দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। নাটোর থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।