ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বার করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার  প্রদান
Published : Friday, 6 August, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ করোনা ইউনিটের রোগীদের শ^াসকষ্ট লাঘবে ৫০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন আবিদ আলী সরকার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবিরের নিকট বারুর আবিদ আলী সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন সরকার (জুয়েল) ওই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ফুলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মীর্জা আসাদুজ্জামান রতন, ডাঃ মোশারফ হোসেন, মোঃ  সালাহ উদ্দিন আহমেদ স্বপন, মৈত্রী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক গোলাম রাব্বী প্লাবন, মোঃ সওকত হোসেন প্রমূখ।
বারুর আবিদ আলী সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন সরকার (জুয়েল) বলেন, দিনদিন করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এ সংকট কিছুটা লাঘবে আমাদের ফাউন্ডেশনের ৫০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদানে সামান্য সহযোগী মাত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে অক্সিজেন সংকট ছিল, স্থানীয় সংসদ সদস্য কর্তৃক দেয়া ৫০ লিটারের ৫টি, আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের দেয়া ৫০ লিটারের ৩টি ও আবিদ আলী সরকার ফাউন্ডেশন ৫০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার রোগীদের সেবাদানে ঘাটতি পূরণে সহায়ক হয়েছে।