ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৮ অগাস্ট শুরু কিংসের এএফসি কাপ মিশন
Published : Friday, 6 August, 2021 at 12:00 AM
মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপ অভিযান শুরু করবে বসুন্ধরা কিংস।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বৃহস্পতিবার দেওয়া সূচি অনুযায়ী, ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৮ অগাস্ট মাজিয়ার মুখোমুখি হবে কিংস। ২১ অগাস্ট দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ প্লে-অফে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলসের মধ্যে বিজয়ী দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ অগাস্ট কিংস মুখোমুখি হবে ভারতের ঐতিহ্যবাহী দল মোহনবাগানের। সবগুলো ম্যাচই হবে মালদ্বীপের রাজধানী মালের রামশি ধান্দু জাতীয় স্টেডিয়ামে।

গত মে মাসে খেলা স্থগিত হয়ে যাওয়ার পর এএফসি কাপের জন্য ৩০ জুন থেকে ৬ জুলাই সূচি নির্ধারণ করেছিল এএফসি। কিন্তু একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলবে বলে এএফসির কাছে খেলা পেছানোর আবেদন করেছিল কিংস। সে আবেদনে সাড়া দিয়ে অগাস্টে এএফসি কাপ আয়োজনের নতুন সিদ্ধান্ত নেয় এশিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।