ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শপথ নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট
Published : Thursday, 5 August, 2021 at 8:25 PM
শপথ নিলেন ইরানের নতুন প্রেসিডেন্টইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শপথ নিয়েছেন। গত জুনের নির্বাচনে জয়লাভের পর নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার পার্লামেন্টে শপথ গ্রহণ করেন তিনি। পশ্চিমা দুনিয়ায় অপেক্ষাকৃত মডারেট বলে বিবেচিত হাসান রুহানির জায়গায় প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন কট্টরপন্থী বলে বিবেচিত রাইসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইব্রাহিম রাইসিকে আগামী চার বছরের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে অনুমোদন দেন আয়াতুল্লাহ খামেনি। এই অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে একটি রিপোর্ট পেশ করেন যাতে রাইসির বিজয় নিশ্চিত করা হয়।

দুই মেয়াদে আট বছর দায়িত্ব পালন করেছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। তার জায়গায় দায়িত্ব নিলেন ইব্রাহিম রাইসি। তার শপথ অনুষ্ঠানে সংসদ সদস্যদের পাশাপাশি বিশেষজ্ঞ পরিষদের সদস্যবৃন্দ ও বিচার বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া, বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও রীতি অনুযায়ী রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। 

উল্লেখ্য, গত ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইব্রাহিম রায়িসি ৬২ শতাংশ ভোট পেয়ে ভূমিধস বিজয় লাভ করেন।