পুকুরে পড়ে যাওয়া বোনকে বাঁচাতে গিয়ে মারা গেল ভাইও
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে ডুবে নাজমুল হোসেন (৯) ও সুরাইয়া খানম (৭) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার পত্তাশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু ওই গ্রামের মো. সরোয়ার হোসেন ফরাজির সন্তান।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে বাড়ির পেছনের পুকুরে পাশে খেলতে যায় দুই ভাই-বোন। এসময় বোন সুরাইয়া খানম পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই মো. নাজমুল হোসেনও পানিতে নামে। তবে সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে মারা যায়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তৈয়বুর রহমান জানান, পানিতে পড়ে যাওয়ার পর অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।