রাজধানীতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
রাজধানীর উত্তরা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। তারা হলেন- আলমগীর হোসেন বাচ্চু ও লাইলী আখতার।
মঙ্গলবার (৩ আগস্ট) অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু এ তথ্য জানান।
তিনি জানান, ডিবি পুলিশের কাছে তথ্য আসে কয়েকজন মাদক বিক্রেতা উত্তরার ৬নং সেক্টরে কেনা-বেচার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনাল টিম সোমবার সন্ধ্যায় উত্তরার আলাউল এভিনিউ রোডে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। তখন আলমগীর ও লাইলী আখতার নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ হাজার পিস ইয়াবা।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে রাজধানীর উত্তরা, গাজীপুর ও আশপাশ এলাকায় বিক্রি করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।