ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সূচক-মূলধনে ডিএসইতে রেকর্ড
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
সপ্তাহের দ্বিতীয় দিনে চাঙা ছিল পুঁজিবাজার। এর মধ্যে ঢাকার পুঁজিবাজারে সূচক ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। মূলধনেও হয়েছে রেকর্ড।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫৪ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৩৫ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসেএক্সের এটাই ইতিহাসে সর্বোচ্চ অবস্থান।
ডিএসইএক্স গণনা শুরু হয়েছিল ২০১৩ সালের ২৭ জানুয়ারি।
এদিন ডিএসইর বাজার মূলধন হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৫৬২ কোটি ২৫ লাখ টাকা, যা ইতিহাসে সবচেয়ে বেশি।
মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭৯ শতাংশ বা ১২৬ কোটি ৬৬ লাখ টাকা বেড়েছে।
ঢাকায় এদিন ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ১৮৭ কোটি ৮৪ লাখ টাকা।
এই লেনদেন গত ৫৩ দিনের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি লেনদেন ছিল চলতি বছরের ১০ জুন। সেদিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৬৯ কোটি ২৬ লাখ।
মঙ্গলবার ডিএসইতে ৪৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।  
লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির এবং কমেছে ১৭০টির। অপরিবর্তিত রয়েছে ২৭টির।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৪ দশমিক ৬১ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬৬ দশমিক ৪৫ পয়েন্টে।
চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক বেড়েছে।
এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৫৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৪ দশমিক ৩৩ পয়েন্টে।
মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬৮ শতাংশ বা ৭ কোটি ৭ লাখ টাকা বেড়েছে।
মোট ৮০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৩ কোটি ৪ লাখ টাকা।
সিএসইতে ৩২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ার, অরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, ফু-ওয়াং সিরামিক, জিপিএইচ ইস্পাত, লংকাবাংলা ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও বেক্সিমকো ফার্মা।
সিভিওপিআরএল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, মেট্রো স্পিনিং, আজিজ পাইপস, আইএফআইসি ব্যাংক,  জেমিনী সী ফুড, শাইনপুকুর সিরামিক্স, ইস্টার্ন লুব্রিকেন্ট ও বীকন ফার্মা।
পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, খান ব্রাদার্স পিপি, আলিফ ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল ও সাফকো স্পিনিং।