
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জন করোনায় ও ১৬ জন উপসর্গে মারা গেছেন। সোমবার (২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের লাইলী (৫০), আবিদ (৪৫), মাহবুব হোসেন (৪০), হালুয়াঘাটের আবুল হোসেন (৭০), ঈশ্বরগঞ্জের আলতাফ হোসেন (৮০), নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) ও মোহনগঞ্জের বিউটি (৫০)।
করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের আব্দুল মজিদ (৫৫), গিয়াস (৬৫), মুক্তাগাছার রবি সেন (৬০), আব্দুল খালেক (৬০), ঈশ্বরগঞ্জের আব্দুল হাই (৭০), গফরগাওয়ের নুরজাহান (৭০), ফুলপুরের হাকিম (৭০), সুরুজ আলী (৬০), ফুলবাড়িয়ার মকবুল (৬৫), তারাকন্দার জব্বার (৬৩), জামালপুরের সদরের গাজিবুর (৬৫), সরিষাবাড়ির সেতারা (৫০), দেওয়ানগঞ্জের আফসার (৬৫), নেত্রকোনা সদরের অলি (১৭), গাজীপুরের সাজেদা (৩০) ও শ্রীপুরের মালেকা (৭০)।
ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫৩৫ জন এবং আইসিইউতে ২৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬১৭টি নমুনা পরীক্ষায় ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৫৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫০৭ জন।