ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বর্ণ জিতলেই প্রতি খেলোয়াড় পাবেন আড়াই কোটি টাকা
Published : Monday, 2 August, 2021 at 12:57 PM
স্বর্ণ জিতলেই প্রতি খেলোয়াড় পাবেন আড়াই কোটি টাকা দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিক হকির পদক জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভারত। টোকিও অলিম্পিকের হকিতে পুরুষ ও নারী- দুই বিভাগেই সেমিফাইনালে উঠে গেছে তারা।

রোববার গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে পুরুষ দল আর সোমবার সকালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে ভারতের নারী হকি দল।

আগামীকাল (মঙ্গলবার) সেমিফাইনালে ভারতের পুরুষ দলের প্রতিপক্ষ বেলজিয়াম। পরদিন আর্জেন্টিনার নারী দলের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে নামবে ভারতের নারী দল।

অর্থাৎ স্বর্ণপদক জিততে আর মাত্র দুইটি করে ম্যাচ দূরে আছে ভারতের দুই হকি দল। এদের মধ্যে পুরুষ দল যদি স্বর্ণ জিততে পারে, তাহলে সবচেয়ে লাভবান হবে পাঞ্জাবের হকি খেলোয়াড়রা।

গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধি ঘোষণা দিয়েছেন, ভারতের পুরুষ হকি দল স্বর্ণ জিতলে পাঞ্জাবের প্রতি খেলোয়াড়কে দেয়া হবে ২ কোটি ২৫ লাখ রুপি করে। বাংলাদেশি মুদ্রায় যা আড়াই কোটি টাকার বেশি।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল, টোকিও অলিম্পিকের হকিতে স্বর্ণ জিততে পারলে পুরো দলকে দেয়া হবে ২ কোটি ২৫ লাখ। এবার নতুন ঘোষণা এল পাঞ্জাবের খেলোয়াড়দের জন্য।

গুরমিত সিং সোধি জানিয়েছেন, পাঞ্জাবের ২০ জন খেলোয়াড়ের মধ্যে টোকিও অলিম্পিকের ভারতীয় দলে আছেন ১১ জন। যারা দেশকে সম্মান এনে দেয়ার জন্য প্রাণপন লড়ে যাচ্ছেন।