মুরাদনগর হাসপাতালে সিলিন্ডার দিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রবাসী মুক্তিযোদ্ধা এসএম জাহাঙ্গীর। গতকাল বিকেলে তাঁর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওই সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলমকে বুঝিয়ে দেন। প্রবাসী মুক্তিযোদ্ধা এসএম জাহাঙ্গীর (৬৯) উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের অবসরপ্রাপ্ত সি.ও মৃত আব্দুল মজিদের ছেলে।
সিলিন্ডার বুঝিয়ে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সদস্য হারুনুর রশিদ, সাবেক ইউপি সদস্য সানু মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকার, দারোরা ইউনিয়ন যুবলীগের সদস্য শিহাব, এমরান হোসেন ও সোহেল ভূঁইয়া প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা এস.এম জাহাঙ্গীর দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীনের লক্ষে ঝাপিয়ে পড়েছিলাম, দেশ স্বাধীন হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে দেশের প্রতি মমত্ববোধও বেড়েছে। জীবনের প্রয়োজনে প্রবাসে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা এড়াতে পারিনা। এ করোনাকালে যৎ সামান্য অংশ গ্রহণ করেছি মাত্র। সকলের প্রতি আবেদন, স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে দাঁড়ানো এখনই উপযুক্ত সময়।’
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘সারা দেশের মতো মুরাদনগরেও করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ৫টি অক্সিজেন সিলিন্ডার উপহার পাওয়া সত্যিই স্বস্তির বিষয়। আমরা এর আগে এমপি মহোদয়ের কাছ থেকে ২৬টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছি। এ নিয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা হলো ৯০টি। আমরা হাসপাতালের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা এস.এম জাহাঙ্গীরকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।’