অলিম্পিক ফুটবলে গ্রুপ পর্বেই বিদায় আর্জেন্টিনার
Published : Thursday, 29 July, 2021 at 12:00 AM
২০১৬
সালের রিও অলিম্পিকের দুর্ভাগ্যই ফিরে আসলো আর্জেন্টিনার কপালে। টোকিও
অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলে স্পেনের সঙ্গে ড্র করে গ্রুপ পর্বেই বিদায়
নিয়েছে দুইবারের স্বর্ণজয়ীরা। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
‘সি’ গ্রুপে
চার দলের সামনেই ছিল কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা। শীর্ষে থেকে মাঠে
নেমে শেষ ম্যাচে স্পেন এক পয়েন্ট সংগ্রহ করেছে, তাতে ৩ ম্যাচে ৭ পয়েন্ট
নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে তারা। সবার শেষে ছিল মিশর, তারাই
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে একমাত্র জয়ে স্পেনের সঙ্গে শেষ আটে। তাদের
সমান ৪ পয়েন্ট পেলেও গোলপার্থক্যে ছিটকে গেছে আর্জেন্টিনা, সঙ্গে বিদায়
নিয়েছে অস্ট্রেলিয়াও।
৩১ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ সৌদি আরবকে, আর গ্রুপটির চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।
সাইতামা
স্টেডিয়ামে বুধবার (২৮ জুলাই) প্রথমার্ধে দুই দলের কারও ভাগ্যে গোল
জোটেনি। সুযোগ নষ্ট করেছে দুই দলই। ৬৬ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে ল্যভেদ
করেন মাইকেল মেরিনো। লিড নেয় স্পেন। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট
আগে কর্নার থেকে থিয়াগো আলমাদার ক্রসে থোমাস বেলমোন্তের হেড জালে জড়ালে
ম্যাচে ফেরার আভাস দেয় আর্জেন্টিনা। ৯০ মিনিটে আলমাদার ক্রস থেকে লিওনেল
মোসেভিচের হেড সেভ হলে জেতা হয়নি আর্জেন্টিনার।
ল্েয শট নেওয়ায় দুই দলের
মধ্যে তেমন পার্থক্য ছিল না। স্পেন নেয় ল্েয ৬টি শট, আর আর্জেন্টিনা
পাঁচটি। গোটা ম্যাচে বল দখল (৬৬/৩৩ শতাংশ) ও পাসে (৫৭০/২৭৩) বড় ব্যবধানে
এগিয়ে ছিল স্পেন।