চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ফিরল তুরস্কে
Published : Monday, 19 July, 2021 at 12:00 AM
করোনার
থাবায় খেসারতটা বেশিই দিতে হয়েছে তুরস্কের ইস্তাম্বুলকে। ২০১৯-২০ ও
২০২০-২১ মৌসুমের ফাইনাল সরে যায় সেখান থেকে। তাদের আর্থিক তি পুষিয়ে দিতে
২০২২-২৩ মৌসুমের ফাইনালের ভেন্যু করা হয়েছে ইস্তাম্বুলের বিখ্যাত কামাল
আতাতুর্ক স্টেডিয়ামকে।
আগামী চার মৌসুমে ফাইনালের ভেন্যুও চূড়ান্ত করে
ফেলেছেন উয়েফার নির্বাহী কর্তারা। ২০২১-২২ মৌসুমে রাশিয়ার সেন্ট
পিটার্সবার্গের ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, ২০২৩-২৪ মৌসুমে লন্ডনের ওয়েম্বলি
স্টেডিয়াম আর ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।
আগের
সূচিতে ২০২২-২৩ মৌসুমের আয়োজক ছিল মিউনিখ। তুরস্কের তি পুষিয়ে দিতে দুই
বছর পিছিয়ে মিউনিখে ফাইনাল হবে ২০২৫-এ। ২০২৩-২৪ মৌসুমের ইউরোপা লিগের
ফাইনাল হবে ডাবলিনে। আর ২০২৩-২৪ মৌসুমে উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ ও পরের
মৌসুমের ইউরোপা লিগের ফাইনাল হবে বিলবাওয়ে।