ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফেনীতে পাঁচ কেজি গাঁজাসহ আটক ২
Published : Saturday, 17 July, 2021 at 12:00 AM
ফেনীতে পাঁচ কেজি গাঁজাসহ মিলন (৩৪) ও হাসান (৩৬) নামের দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের মনিপুরে এলাকায় একটি প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হচ্ছেন-ঢাকার বনশ্রী এলাকার ৮ নম্বর রোডের সি ব্লকের ২১নং বাড়ির বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে মিলন ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের মো. রাজ্জাকের ছেলে মো. হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পরশুরাম-ফুলগাজী সড়কের মনিপুর এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় ফুলগাজী থানা পুলিশ সদস্যরা। এসময় প্রাইভেটকারটি থেকে অভিনব কায়দায় লুকানো পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাড়ির দুই আরোহীকে গ্রেফতার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান জানান, আসামিরা মাদক বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।