লকডাউনে তল্লাশি চৌকিতে গাড়িচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
Published : Monday, 12 July, 2021 at 12:00 AM
মহামারী নিয়ন্ত্রণের লকডাউনে ঢাকার গুলশানে তল্লাশি চৌকিতে গাড়িচাপায় আহত পুলিশ সদস্য লিটন মিয়া মারা গেছেন।
এই সহকারী উপপরিদর্শক (এএসআই) গত ৪ জুলাই আহত হয়েছিলেন।
জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয় বলে গুলশান থানার ওসি আবুল হাসান জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে গত জুলাই লকডাউন জারির পর সড়কে চলাচল নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে বাইরে আসা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সদস্যরা; অপ্রয়োজনে বের হলে জরিমানা করা হচ্ছে।
গত ৪ জুলাই গুলশান ১ নম্বর সেকশনে এমনই এক তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিলেন এএসআই লিটন (২৪)।
গুলশান থানার ওসি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিটন মিয়া গুলশান চেকপোস্টে দায়িত্বরত অবস্থায় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত চালিয়ে যাওয়ার সময় তাকে বাধা দেয় লিটন। এ সময় গাড়ির ধাক্কায় লিটন গুরুতর আহত হয়।”
ওই প্রাইভেটকারের চালক তাওহিদুল ইসলাম ওরফে টিটুকে (২৪) গত ৬ জুলাই গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
তার বিরুদ্ধে গুলশান থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।