
টোকিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না ভরোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর। তার জন্য ওয়াইল্ড কার্ড পাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি। কারণ কোটা শেষ হয়ে গেছে। সর্বশেষ যেটি ছিল, সেটি টোকিও তাদের খেলোয়াড়কে দিয়েছে।
বিশ্ব জুড়ে ১০টি ওয়াইল্ড কার্ডের নিষ্পত্তি হয়েছে। ২০১৪ সালে চীনের নানজিংয়ে অনুষ্ঠিত যুব অলিম্পিকে যাওয়ার কথা ছিল মাবিয়ার। কিন্তু সেখানে গিয়েছিলেন আরেক ভারোত্তোলক জহুরা আক্তার রেশমা। ২০১৬ রিও অলিম্পিকে ফর্মে থাকা সত্ত্বেও ফেডারেশনের কর্মকর্তাদের দ্বন্দ্বে যাওয়া হয়নি সেবার।
টোকিও অলিম্পিকে যাবেন আর্চারিতে রোমান সানা, দিয়া সিদ্দিকী, শুটিংয়ে আব্দুল্লা হেল বাকি, অ্যাথলেটিকসে জহির রায়হান, সাঁতারে জুনাইনা আহমেদ, আরিফুল ইসলাম।
দুটি সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জয়ী মাবিয়া আক্তার মাবিয়া বলেন, ‘ওয়াইল্ড কার্ড না পেয়ে মানসিকভাবে এখন কিছুটা কষ্টে আছি। সবাই বলছে, আমার সময় ও বয়স আছে। আরো খেলা চালিয়ে যেতে বলছে। তবে টোকিও অলিম্পিকে না যেতে পারায় আমার মধ্যে হতাশা কাজ করছে। যার ফলে আগের সেই তাড়না ও আন্তরিকতা সেভাবে থাকবে না।’