ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শহরে ঢুকে ২৫ জনকে হত্যার করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী
Published : Sunday, 4 July, 2021 at 10:03 PM
শহরে ঢুকে ২৫ জনকে হত্যার করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীমিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেপাইন শহরে অভিযান চালিয়ে অন্তত ২৫ জনকে হত্যা করেছে।

মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে সাগাইং অঞ্চলের এ শহরে গত শুক্রবার এ ঘটনা ঘটে। সেখানে জান্তা বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই এলাকার এক বাসিন্দার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। তবে সহিংসতার ব্যাপারে সামরিক বাহিনীর মুখপাত্রের বক্তব্য জানতে চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যার ব্যাপারে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে।বিবিসি বার্মিজ নিউজ ওয়েবসাইট ও মিয়ানমারের থান লুইন খেত নিউজ ২৫ জন নিহতের তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তবে রয়টার্স এসব তথ্যের সত্যতা নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

এদিকে দেপাইন পিপলস ডিফেন্স ফোর্সেস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সংঘর্ষে তাদের ১৮ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়নামারে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। সহিংসতা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়।

পিপলস ডিফেন্স ফোর্সেস দেশটির অনেক স্থানে জান্তা বিরোধীরা গড়ে তুলেছে।জাতীয় ঐক্যের সরকার জান্তা বাহিনীকে প্রতিরোধ করতে এই বাহিনীকে সহায়তা করছে ।