ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় কিশোরীর মৃত্যু
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাইমা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার (০৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
সে ওই গ্রামের হামদু চৌধুরীর মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুর ইসলাম বাংলানিউজকে জানান,
সন্ধ্যায় ওই কিশোরী রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান তাকে
ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে
উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।