ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টাইব্রেকার রোমাঞ্চে কোপার সেমিফাইনালে পেরু
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
কোপা আমেরিকা-২০২১ এর সেমিফাইনালে উঠেছে পেরু। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে নাম লেখায় পেরু। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলের সমতা নিয়ে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লা ব্লাঙ্কুইরোজারা।
পেরুর বিপে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। এ সময় গুস্তাভো গোমেজ গোল করেন। তবে বেশিণ এগিয়ে থাকতে পারেনি তারা। ম্যাচের ২১ মিনিটে পেরুর জিয়ানলুকা লাপাডুলা গোল করে সমতা ফেরান। আর ৪০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে এগিয়ে নেন পেরুকে।
প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের গোলদাতা গুস্তাভো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় প্যারাগুয়ে।
দশজন নিয়েই বিরতির পর সমতায় ফেরে প্যারাগুয়ে। ৫৪ মিনিটে দলটির জুনিয়র আলোনসো গোল করে সমতা ফেরান। অবশ্য ৮০ মিনিটের মাথায় পেরুর ইয়োশিমার ইয়োতুন গোল করে আবার এগিয়ে নেন দলকে। ৮৫ মিনিটে পেরুর আন্দ্রে ক্যারিলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে। তাতে পেরুও দশজনের দলে পরিণত হয়। ৯০ মিনিটে প্যারাগুয়ের গ্যাব্রিয়েল আভালোস গোল করে সমতা ফেরান।
এই সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেই ভাগ্য পরীায় প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় পেরু।