 করোনাভাইরাস প্রতিরোধে সশরীরে কোরবানি পশুর হাট এড়ানোর চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ অবস্থায় ক্রেতা ও বিক্রেতাদের ডিজিটাল প্লাটফর্মে পশু বেচাকেনা করতে উৎসাহ দিচ্ছে সংস্থাটি। এজন্য আগামীকাল রবিবার (৪ জুলাই) বেলা ১১টায় ‘ডিজিটাল গরুর হাট’র উদ্বোধন করবে সংস্থাটি।
করোনাভাইরাস প্রতিরোধে সশরীরে কোরবানি পশুর হাট এড়ানোর চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ অবস্থায় ক্রেতা ও বিক্রেতাদের ডিজিটাল প্লাটফর্মে পশু বেচাকেনা করতে উৎসাহ দিচ্ছে সংস্থাটি। এজন্য আগামীকাল রবিবার (৪ জুলাই) বেলা ১১টায় ‘ডিজিটাল গরুর হাট’র উদ্বোধন করবে সংস্থাটি।
ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, আইসিটি ডিভিশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ডিজিটাল হাট বাস্তবায়ন করবে। ক্রেতারা চাইলে ডিজিটাল হাট থেকে ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। এখান থেকে পশু কিনলে কোনও হাসিল দিতে হবে না।