ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাত দিনে ৫ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
Published : Friday, 2 July, 2021 at 12:00 AM
সব কিছু ঠিকঠাক থাকলে ২৯ জুলাই বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরই মধ্যে বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা করেছে তারা। যে দলটি ওয়েস্ট ইন্ডিজও সফর করবে। ২ থেকে ৮ আগস্টের ভেতরে দুই দল পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
বুধবার মিরপুরে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সফর এখন পর্যন্ত নিশ্চিত আছে। ওরা যেগুলো চাচ্ছে আমরা সেগুলোই করার চেষ্টা করছি। সবকিছুই চূড়ান্ত। প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ হয়ে গেছে। ভবিষ্যতে যদি কোনও কিছু খারাপ না হয় তাহলে ধরে নিতে পারি তারা আসবে। ২ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে ৫টা টি-টোয়েন্টি শেষ হবে। ভেন্যু হলো মিরপুর।’
বাংলাদেশে সফরে নানা শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেসব শর্ত কঠিন হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে নিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান শর্ত ছিল, এক ভেন্যুতে সবগুলো ম্যাচ আয়োজন করতে হবে। বিসিবির দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের ইচ্ছা থাকলেও মিরপুর শের-ই-বাংলায় পাঁচটি ম্যাচ হবে। দুই বোর্ডের দ্বিপাকি চুক্তিতে এ বিষয়টি উল্লেখ করা আছে।
বাংলাদেশে নেমে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের ঝামেলায় পড়তে চায় না অজিরা। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে কোনোভাবেই বিমানবন্দরের গণরুমে ইমিগ্রেশনের কাজ করতে আগ্রহী নয় তারা। এজন্য বিশেষ ব্যবস্থা করতে বলেছে তারা। বিসিবি দেশের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে আলাপ করে সেই ব্যবস্থা করবে জানিয়েছে।
অস্ট্রেলিয়া উঠবে হোটেল সোনারগাঁওয়ে। যেখানে কোভিড পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা দলকেও আতিথেয়তা দিয়েছিল বাংলাদেশ। সোনারগাঁও হোটেল পুরো আইসোলেশনে রাখার শর্ত দিয়েছে অজিরা। যতদিন তারা হোটেলে থাকবেন, ততদিন রেস্টুরেন্ট, সুইমিংপুল সাধারণ অতিথিরা ব্যবহার করতে পারবেন না। এছাড়া ভেন্যু, আসা-যাওয়ার পথে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও থাকতে হবে।
২০১৭ সালে অস্ট্রেলিয়া শেষবার বাংলাদেশ এসেছিল। সেবার দুই টেস্ট খেলেছিল স্টিভেন স্মিথের দল। এবার শুধুমাত্র টি-টোয়েন্টি খেলবে তারা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের চূড়ান্ত দলে নেই। সেই তালিকায় আছেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার।