ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাস লকডাউন অমান্য করায় আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
কবির হোসেন
Published : Thursday, 1 July, 2021 at 6:33 PM
তিতাস লকডাউন অমান্য করায় আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতসরকার ঘোষিত লকডাউন অমান্য করায় পথচারী ও দোকানীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট একে এম আবু নওশাদ, উপজেলার বাতাকান্দি বাজার, মাছিমপুর বাজার ও আসমানিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় সাথে ছিলেন তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস। সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলাও লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও জনসচেতনতা মূলক প্রচারে মাঠে নেমেছেন। আজ বৃহস্পতিবার ১জুলাই লকডাউনের প্রথম দিনে উপজেলার নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহম্মেদ, ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন ও জুলফিকার আলি ভূইয়াকে সাথে নিয়ে ওই ইউনিয়নের আসমানিয়া বাজারে হেন্ড মাইকে প্রচার করেন,লকডাউন মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। বিনা প্রয়োজনে ঘর বের হবেন না। চেয়ারম্যান সালাউদ্দিন বলেন,দিন দিন-ই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই সরকার দেশবাসীকে করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে যেই লকডাউন ঘোষণা করেছেন,তা আমাদের সকলের মেনে চলা উচিত। তাই আমি আমার ইউনিয়ন বাসীকে লকডাউন মেনে চলার জন্য সচেতন করতে আমার পরিষদের দুই সদস্য বিল্লাল ও জুলফিকারকে সাথে নিয়ে প্রচার করছি। তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, লকডাউন বাস্তবায়নে ভোর থেকেই আমাদের পুলিশ বাহিনী মাঠে কাজ করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, সকাল থেকে আমি উপজেলার বিভিন্ন হাট বাজারে মনিটরিং করতেছি এবং লকডাউন অমান্যকারী কয়েকজন পথচারী ও দোকানীকে আর্থিক জরিমানা করেছি।