ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত সব প্রশিক্ষণ কোর্স স্থগিত
Published : Tuesday, 29 June, 2021 at 2:32 PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত সব প্রশিক্ষণ কোর্স স্থগিতজনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে। বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহের পরিবর্তিত সময়সূচি যথাসময়ে অবহিত করা হবে। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হলো।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে ৭ দিন সারাদেশে সর্বাত্মক লকডাউন থাকবে।