দীর্ঘ আট বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত বদল করছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে চীন।
রাষ্ট্রদূত কুই তিয়ানকাই নিজেই মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুই আট বছরেরও বেশি সময় ধরে এই পদে রয়েছেন। তার স্থলাভিষিক্ত হওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র কিন গ্যাং-এর।
করোনা মহামারি শুরু না হলে কুই আরও আগেই ওয়াশিংটন ত্যাগ করতেন বলে জানা গেছে। কারণ তার অবসরের বয়স হয়ে গেছে।
বাণিজ্য, অত্যাধুনিক প্রযুক্তি, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন, হংকং, তাইওয়ানসহ বিভিন্ন কারণে চীন-মার্কিন দ্বন্দ্ব এখন চরমে।