১ জুলাই থেকে যেমন হবে ‘কঠোর লকডাউন’
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
আগামী জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’। সপ্তাহব্যাপী এই ‘কঠোর লকডাউনে’ সব গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হবে।
সাধারণ ছুটির আদলেই এই ‘লকডাউন’ বাস্তবায়ন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
‘কঠোর লকডাউন’ নিয়ে মঙ্গলবার (২৯ জুন) প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন।
ওই কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘কঠোর লকডাউনে’ জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে পারবে না। দোকানপাট, শপিংমল সব বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকতে পারে।
ওই কর্মকর্তা আরো বলেন, জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।
সোমবার (২৮ জুন) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ‘কঠোর লকডাউনের’ বিষয়ে সাংবাদিকদের জানাতে পারেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ জুন কোভিড-১ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি পতিরোধ করার জন্য সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শার্টডাউন’ দেওয়ার সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। জুন ক্লোজিংয়ের জন্য ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই ‘লকডাউন’ শেষ হবে।