বুড়িচংয়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান উদ্বোধন
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১১টায় সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২য় পর্য্যায়ে বুড়িচং উপজেলায় ৫৭ টি ঘর প্রস্তুত করা হলেও ৩০ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে ৩০টি ঘর বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন। বাকি ২৭টি ঘর পর্যায়ক্রমে বুঝিয়ে দেয়া হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তাফা মাঈদুল মোর্শেদ মুরাদ।
উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াছিন সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহাবুব, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, বাকশীমুল ইউপি চেয়ারম্যান মোঃ আবুল করিম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদের সার্বিক তত্ত্বাবধানে বাকশীমুল ইউনিয়নের বড় আনন্দপুর গ্রামে ভূমি ও গৃহহীনদের গৃহ প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ময়নাল হোসেন ফকির, বীর প্রতীক সুবেদার আবদুল ওহাব, মোছলেম উদ্দিন প্রমুখ।