সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং বাকি ৩ জন করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন। এদিকে জেলায় লকডাউন চলছে ঢিলেঢালাভাবে।
অপরদিকে এদের নিয়ে সাতক্ষীরায় গত ১ বছরে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৭০ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৮ জনের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। অপরদিকে ৭৭৮ জন করোনা রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এজন্য তৃতীয় দফার লকডাউন চলছে।
উল্লেখ্য, সাতক্ষীরায় চলমান লকডাউনের তৃতীয় সপ্তাহের দ্বিতীয় দিন রোববারও ছিল ঢিলেঢালাভাব। কিছু কিছু লোকের মাস্ক পরা থাকলেও তারা সামাজিক দূরত্ব না মেনেই চলাফেরা করছেন। শহরে ছোট ছোট যানবাহন চলাচল এবং হাটবাজার খোলা অবস্থায় রয়েছে।