ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM, Update: 20.06.2021 2:16:49 AM
চৌদ্দগ্রামে ১৯ কেজি গাঁজাসহ আটক ২চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গত শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের আবদুল খালেকের ছেলে রাকিব হোসেন রকি ও মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের শমসের আলীর ছেলে সাদ্দাম হোসেন। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর এলাকার ফালগুনকরা হোটেলের সামনে থেকে শুক্রবার রাতে ১৫ কেজি গাঁজাসহ রাকিব হোসেন রকিকে আটক করে এসআই মনির হোসেন। অপরদিকে এসআই আরিফ হোসেন ও এএসআই সাইদুরের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌর এলাকার জামে মসজিদ রোড থেকে ৪ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেনকে আটক করে। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলা শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।