আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল নারীর
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে সেফালী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার(১৯ জুন) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা ভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সেফালী উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামের সরিকুল ইসলামের স্ত্রী।
সরিকুল জানান, সেফালী ভোরে আম কুড়াতে গেছিলেন বাগানে। এ সময় একটি বিষাক্ত সাপে কামড় দিলে স্বজনরা কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাল বলেন, ‘আমা কুড়াতে গিয়ে সাপের কামড়ে সেফালীর মৃত্যু হয়। তার মরদেহ দাফন করা হয়েছে।’