কুমিল্লায় ‘লালমাই ময়নামতি প্রকল্পের অর্জন এবং প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণাসমূহের ফলাফল সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM
কুমিল্লায় ‘লালমাই ময়নামতি প্রকল্পের অর্জন এবং প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণাসমূহের ফলাফল সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার
গতকাল ১৯ জুন যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন ‘সমন্বিত কৃষি কর্মকা-ের মাধ্যমে কুমিল্লা জেলার লালমাই ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন’ বা সংক্ষেপে ‘লালমাই ময়নামতি প্রকল্প’- এর উদ্যোগে ‘লালমাই ময়নামতি প্রকল্পের অর্জন এবং প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণাসমূহের ফলাফল সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং আমার বাড়ি আমার খামার প্রকল্পের প্রকল্প পরিচালক আকবর হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই কৃষিভিত্তিক বিভিন্ন কম্পোনেন্ট বাস্তবায়নের মাধ্যমে কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকায় ১৩,৫০০ দরিদ্র পরিবারের জীবন-জীবিকার মানোন্নয়নে লালমাই-ময়নামতি প্রকল্পের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। গবেষণাধর্মী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রকল্পের ফলাফলসমূহ উপস্থাপনের জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করায় বার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি তাঁর বক্তব্যে প্রকল্পের মেয়াদকাল শেষে প্রকল্পের ফলাফল টেকসইকরণে প্রকল্পভুক্ত গ্রাম উন্নয়ন সংগঠনসমূহ বার্ডের তত্ত্বাবধানে পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় পরিচালিত হবে বলে উল্লেখ করেন।
সেমিনারের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ রাশিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক (যুগ্ম সচিব) হুমায়ুন ফরহাদ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট নজির আহমেদ এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান গোলাম সারওয়ার।
উদ্বোধনী অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান। সেমিনারে ‘লালমাই ময়নামতি প্রকল্পের অর্জন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমাই ময়নামতি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও সেমিনার পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা। এছাড়া দিনব্যাপী সেমিনারে প্রকল্পের আওতায় পরিচালিত ৬টি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট গবেষকগণ প্রকল্পের সুফলভোগীদের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং প্রকল্প এলাকার কৃষিজ উন্নয়নে সুদমুক্ত ঋণ প্রদান, উফশী ধানের চাষ, হাঁস-মুরগি পালন ও মাশরুম চাষ, মৌচাষ, ভার্মিকম্পোস্ট উৎপাদন ও ব্যবহার এবং মৎস্যচাষ বিষয়ক কার্যক্রমের ভূমিকা সম্পর্কে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। উক্ত সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, কুমিল্লাস্থ জাতিগঠনমূলক দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, বার্ডের প্রাক্তন ও বর্তমান অনুষদবৃন্দ এবং প্রকল্পের সুফলভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত আমার বাড়ি আমার খামার প্রকল্পের অংশ হিসেবে লালমাই-ময়নামতি প্রকল্প গত ২০১৭ সাল থেকে কুমিল্লার সদর দক্ষিণ, আদর্শ সদর ও বুড়িচং উপজেলার ৬৮টি গ্রামে কৃষিভিত্তিক বিভিন্ন কর্মকা- বাস্তবায়ন করে আসছে। চলতি বছরের জুনে সমাপ্ত হতে যাওয়া প্রকল্পটি ইতিমধ্যে কৃষিনির্ভর কম্যুনিটির উন্নয়নে দেশব্যাপী রূপান্তরযোগ্য মডেল হিসেবে প্রশংসা অর্জন করেছে।