রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল বশির তালুকদার (৪৪) নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) রাতে ধানমন্ডি ৭ নম্বর রোডে ঢাকা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা রাত আনুমানিক দেড়টায় দিকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক এসআই পলাশ বিশ্বাস বলেন, ‘তিনি ঢাকা ব্যাংকের সামনে মিরপুর রোডে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নিথর পড়ে ছিলেন। পাশে পড়েছিল একটি বাইসাইকেল ও টেবিল ফ্যান। সে সময়ে বৃষ্টি হচ্ছিল। সেখান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টায় দিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয় তাকে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাকে ধাক্কা দেওয়া গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।’
মিরপুর জোনের এসি (পেট্রোল) ওমর ফারুক বলেন, ‘পুলিশ কনস্টেবল বশির তালুকদার আমার বডিগার্ড ছিলেন। বশির তার ব্যক্তিগত কাজে রাতে বের হয়েছিলেন। যতটুকু জানতে পেরেছি, তিনি টেবিল ফ্যান আনতে গিয়েছিলেন।’
নিহত বশির তালুকদার পটুয়াখালী জেলার ধুমকী উপজেলার কান্তিকপাশা গ্রামের মৃত মুক্তিযুদ্ধা আলতাফ তালুকদারের ছেলে। বর্তমানে মিরপুরে থাকতেন তিনি।