বার্ডে প্রথমবারের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরী প্রশিক্ষণ
Published : Friday, 18 June, 2021 at 12:00 AM
সরকারি হিসাবে দেশে বর্তমানে প্রায় চৌদ্দ হাজার কওমী মাদ্রাসায় ১৫ লাখেরও বেশি শিক্ষার্থী থাকলেও বিরাট এই জনগোষ্ঠীর জন্য কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রাতিষ্ঠানিক সুযোগ নেই বললেই চলে। অথচ যথাযথ প্রশিক্ষণ পেলে তারাও দক্ষ কর্মী হিসেবে চাকুরী কিংবা সকর্মে নিয়োজিত হতে পারেন। এই ভাবনা থেকেই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গত ৫-১৭ জুন সময়ে কওমী মাদ্রাসার ৩০ জন শিক্ষক ও শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘সংযোগ-ঈড়হহবপঃরহম চবড়ঢ়ষব’ প্রথম ব্যাচে অংশগ্রহণকারী প্রত্যেকটি মাদ্রাসাকে প্রিন্টারসহ একটি করে কম্পিউটার প্রদান করেছে।
গতকাল বৃহষ্পতিবার এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বার্ডের মহাপরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাস্থ কওমী মাদ্রাসাসমূহের সংগঠনের সভাপতি ও বটগ্রাম মাদ্রাসার মুহতামীম মাওলানা নুরুল হক, বার্ডের পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ আবদুল কাদের, পরিচালক প্রকল্প ড. মোঃ কামরুল হাসান, কোর্স পরিচালক এবং বার্ডের উপ-পরিচলক, আবদুল্লাহ আল হুসাইন, সহকারী কোর্স পরিচালক ও বার্ডের সহকারী পরিচলক কামরুল হাসান এবং সংযোগ-ঈড়হহবপঃরহম চবড়ঢ়ষব’ এর প্রতিনিধি প্রকৌশলী আহমেদ জাভেদ জামাল।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তিনজন প্রশিক্ষণার্থী মোঃ নাইম, মোঃ তামজীদ হোসেন জাভেদ এবং মাওলানা আবদুল করিম এ প্রশিক্ষণ কোর্স সম্পর্কে তাঁদের অভিমত ব্যক্ত করেন। তাঁরা বলেন, কওমী মাদ্রাসার এবং অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশ হিসেবে তাঁরা কম্পিউটারকে সবসময় একটা অত্যন্ত জটিল এবং তাঁদের সাধ্যের বাইরের যন্ত্র হিসেবে দেখেছেন। কিন্তু বার্ডের এ উদ্যোগের ফলে আজ তাঁরা নিজেরাই কম্পিউটার চালানো শিখেছেন। এতদিন তাঁরা শুধু অন্যকেই কম্পিউটার চালাতে দেখেছেন। বার্ডে প্রশিক্ষণ নিয়ে এখন তাঁরা মাইক্রোসফ ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার-পয়েন্ট এর কাজ করতে পারছেন। তাঁরা ইমেল করতে শিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জেনেছেন, কীভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে হবে তাও শিখেছেন। কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বার্ডের এরকম উদ্যোগের জন্য তাঁরা বার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্ড ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চালু রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বার্ড মহাপরিচালক বলেন, সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, চিন্তাকে প্রসারিত করতে হবে। জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে অবহেলায় রেখে কেউ উন্নতি করতে পারবে না। এজন্য তিনি কওমী মাদ্রাসাসহ সকল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির উপর জোড় দেন। মহাপরিচালক, বার্ড বলেন, সরকার কারিগরি প্রশিক্ষণের উপর অনেক গুরুত্ব আরোপ করছে। প্রত্যেকটি বিভাগে দুটি করে কম্পিউটার সিটি তৈরির ঘোষণা দিয়েছে। তথ্য প্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু এ সমাজেরই একটা অংশ আবার তথ্য-প্রযুক্তির এ আশির্বাদ থেকে দূরে সরে আছে। কওমী মাদ্রাসার কথা উল্লেখ করে তিনি বলেন, কেন কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি থেকে দূরে থাকবে? কম্পিউটার তথা তথ্যপ্রযুক্তির বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলে নিজেকে দক্ষ হিসেবে গরে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মহাপরিচালক বার্ড বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সারা দেশে এ ধরনের প্রশিক্ষণ নেওয়ার ভাবনা তাদের রয়েছে। ভবিষ্যতে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের জন্য কম্পিউটার ছাড়াও আরো কিছু কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের আয়োজন করার চিন্তাও আছে। এ উদ্যোগটি সফল হলে এ ধরনের প্রকল্প সারা দেশে বাস্তবায়নের সম্ভাব্যতা বিষয়ে সরকারের নিকট প্রস্তাবনা পাঠানো হবে।
কুমিল্লা জেলাস্থ কওমী মাদ্রাসাসমূহের সংগঠনের সভাপতি ও বটগ্রাম মাদ্রাসার মুহতামীম মাওলানা নুরুল হক তাঁর বক্তব্যে বলেন, আজ এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে একটি উত্তম কাজের সূচনা হল। কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা কেবলমাত্র মসজিদ ও মাদ্রাসায় আবদ্ধ না থেকে সব ধরনের কাজ-কর্মে তাঁরা বিচরণ করবে। বার্ডের এ উদ্যোগ তাঁদের জন্য সে দ্বার উন্মোচন করল। তিনি ভবিষ্যতে এ কাজটি চালু রাখার জন্য বার্ডের প্রতি অনুরোধ জানান।
বার্ডের উপ পরিচালক এবং এই প্রায়োগিক গবেষণা প্রকল্পের প্রকল্প-পরিচালক আবদুল্লাহ আল হুসাইন জানান, দেশে প্রায়োগিক গবেষণার মাধ্যমে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ উদ্যোগ এটাই প্রথম। ২০১৮ সাল হতেই বার্ড কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার কিছু কওমী মাদ্রাসার সাথে মতবিনিময় শুরু করে। ২০১৯ সালের শেষদিকে রাজস্ব বাজেটের আওতায় “কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক প্রকল্প” শিরোনামে একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন শুরু করে বার্ড। বেশিরভাগ মাদ্রাসার শিক্ষকরাই বার্ডের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আবদুল্লাহ জানান, প্রকল্পের অধীনে গত ৫ জুন থেকে বার্ডে কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য “বেসিক কম্পিউটার এপ্লিকেশন ও আইসিটি” বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্স শুরু হয়। দুই সপ্তাহব্যাপি অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ কোর্সটিতে ৫টি কওমী মাদ্রাসা থেকে নির্বাচিত অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত ১৫-২৫ বছর বয়সি ছাত্র এবং প্রতিটি মাদ্রাসা থেকে কমপক্ষে একজন করে শিক্ষকসহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এতে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের কম্পিউটার এবং আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান এবং কম্পিউটার এর বহুল ব্যবহৃত কিছু এপ্লিকেশন হাতে কলমে শেখানো হয়। এছাড়া, প্রশিক্ষনার্থীদের ইন্টারনেট, ইমেইল, ইন্টারনেটে তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুষ্ঠু ব্যবহার, নিরাপদ ইন্টারনেট এবং সাইবার নিরাপত্তা বিষয়ে ধারণা দেওয়া হয়। আনন্দের বিষয় যে মাদ্রাসা শিক্ষার্থীরা খুব দ্রুত এগুলো রপ্ত করতে পেরেছে। এ উদ্যোগে যুক্ত হয়ে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘সংযোগ-ঈড়হহবপঃরহম চবড়ঢ়ষব’ প্রথম ব্যাচে অংশগ্রহণকারী প্রত্যেকটি মাদ্রাসাকে প্রিন্টারসহ একটি করে কম্পিউটার প্রদান করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেরা যেন যে বিষয়গুলো শিখেছেন তা চর্চা করতে পারে এবং অন্যদেরকেও শেখাতে পারে সেটি প্রকল্পের মাধ্যমে মনিটর করা হবে।