চাঁদপুর মডেল থানায় ট্রাফিক বিভাগ পরিদর্শন করলেন পুলিশ সুপার মিলন মাহমুদ
Published : Friday, 18 June, 2021 at 12:00 AM
মানিক দাস ||
চাঁদপুর মডেল থানায় ট্রাফিক বিভাগের বার্ষিক কার্যক্রম ও কর্মপ্রণালী পরিদর্শন করলেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার ট্রাফিক বিভাগের কার্যক্রম পরিদর্শনে আসেন। এ সময় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) কে গার্ড অব অনার প্রদান করা হয়। একই সাথে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি ট্রাফিক বিভাগের সকল দপ্তর পরিদর্শন করেন এবং সকল কার্যক্রমের খোঁজ খবর নেন।
তিনি বিভিন্ন বিষয় নিয়ে ট্রাফিক পুলিশের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শন (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, পুলিশ পরিদর্শক ইন্টিলিজেন্স এনামুল হক চৌধুরীসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।