ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লাতে এই প্রথম মেরুদন্ডের ডিস্কেও জেলীর লেজার সার্জারী
Published : Monday, 14 June, 2021 at 12:00 AM, Update: 14.06.2021 1:27:39 AM
কুমিল্লাতে এই প্রথম মেরুদন্ডের ডিস্কেও জেলীর লেজার সার্জারীকোমড়ের ও ঘাড়ের ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের একটি যন্ত্রণাময় সংগী হয়ে দাড়িয়েছে। মানব গতি কে স্থিরতা পরিণত করেছে। একটু ভাড়ী কাজ, ভ্রমন করলেই বিপত্তির উতপত্তি হচ্ছে। এই ব্যথা গুলির পরিত্রানে ব্যথার ঔষধ কে ভরসা করতে গিয়ে দীর্ঘমেয়াদী দৈহিক ও  আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে, কারণ ইলেক্ট্রনিক্স ডিভাইসের মত আমরা মানব দেহ না কেটে মেরামত বা বদলানো যায় না। আর কাটাতে গেলেও অনেক সময় ভালো থেকে খারাপই হচ্ছে বেশী। এ-ই সুযোগে আবার কিছু অজ্ঞানের ডাক্তার ব্যথার ডাক্তার নাম ধারণ করে, এবং কিছু থেরপিস্ট টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে ও একটা নির্দিষ্ট সময় কিনে নিয়ে বেশভূষা পালটিয়ে মহাবিজ্ঞের জ্ঞান দিচ্ছি। প্রকৃত অর্থে মেরুদন্ড এর এনাটমী ও ফিজিওলজী একটি জটিল বিষয়, যা সাধারণত স্পানি, অর্থোপেডিক্স ও নিউরোসার্জন রাই ভোলো বুঝে ও চিকিৎসা করে। এই ব্যথা গুলি দীর্ঘদিন থাকলে জটিলতা দেখা দেয়, যখন শল্য চিকিৎসার প্রয়োজন হয়। এ-ই শল্য চিকিৎসা কেটে করা যায়, এন্ডোস্কপির মাধ্যমে ছিদ্র করে করা যায়, আবার শুধু সুই দিয়েও করা যায়, যা নিরাপদ ও অল্প সময়ে করা যায়। সুইএর মাধ্যমে ডিস্কের জেলী যদি ভিতরেই থাকে তাহলে লেজার দিয়ে এই জেলাটা বের করে নেওয়া হয়, এতে সাথে সাথেই রগের উপর চাপ টি কমে যায়। এ-ই পদ্ধতিতে রোগীর সাধারণত ভর্তিও প্রয়োজন হয় না, শল্য চিকিৎসা বা অজ্ঞানের জটিলতা থেকেও রেহাই পাওয়া যায়, এবং খুব দ্রুতি রোগী কাজে ফিরে যেতে পারে। কুমিল্লাতে শাক তলায় অবস্থিত মডার্ণ হাসপাতালে এ-ই প্রথম ডিস্কের লেজার সার্জারী সম্পাদিত হল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন ডাঃ তারিকুল মতিন ও তার টিম এই অপারেশনটি করেন। তিনি বলেন ঔষধ ও থেরাপী দিয়ে যারা ভালো হয় না তাদের জন্য স্পাইনের এই লেজার সার্জারী সারা বিশে^ অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। যদিও বাংলাদেশে নতুন করে এর মধ্যই অনেক স্পাইনের ও নিউরো সার্জনরা এই চিকিৎসা শুরু করেছেন। কুমিল্লা মডার্ণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন মডার্ণ হাসপাতলে সব সময়ই রোগীদের সেবায় উন্নত ও আধুনিক টেকনোলজি সংযুক্ত করতে অগ্রগামী। যন্ত্রপাতি আমরা সি-আর্ম মেলিন যুক্ত করেছি। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের রোগীদের উন্নত চিকিৎসার ঢাকা বা চট্টগ্রাম নয় কুমিল্লাতেই এখন সম্ভব। মোঃ ইব্রাহীম বয়স-৩৫ বছর, বিদেশ ফেরৎ মেরুদন্ড সমস্যার কারনে কুমিল্লার মডার্ণ হাসপাতালে অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন ডাঃ তারিকুল মতিনকে দেখান, তিনি বলেন অপারেশন করলে ভালো হয়ে যাবেন। পরিশেষে অপারেশন করে অনেকটা ভালো আছেন এবং হাটা চলা করতে পারেন।