ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান
Published : Monday, 14 June, 2021 at 12:00 AM
তিন ম্যাচে নিষিদ্ধ হওয়ায় ডিপিএলের আজকের ম্যাচে খেলতে পারেননি মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সাকিবকে ছাড়াই জয় লাভ করেছে মোহামেডান। বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃষ্টি আইনে ওল্ড ডিওএইচএসকে ৫ রানে হারিয়েছে তারা।
টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছিল মোহামেডান। ৪২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর। আব্দুল মজিদ করেছেন ২৯ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোম অবশ্য বেশিণ ব্যাটিংয়ের সুযোগ পাননি। ৪ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।
১৫৫ রানের জয়ের ল্েয খেলতে নেমে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে ওল্ড ডিওএইচএস। এরপর বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ফল নির্ধারণ করা হয়। সেখানে ৫ রানের জয় পায় মোহামেডান।