ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মতিঝিলে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
Published : Wednesday, 9 June, 2021 at 12:36 PM
মতিঝিলে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধারমতিঝিল থানাধীন উত্তর কমলাপুরে আবাসিক হোটেল থেকে তরুণ কান্তি সেন (৫১) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৯ মে) ভোর পৌনে ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ আলী।

তিনি বলেন, নিহত তরুণ গত ৭ মে উত্তর কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নং কক্ষটি ভাড়া নেন। রাতে হোটেল কর্তৃপক্ষ দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করে কোনও সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে স্ট্রোক করতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত তরুণ কান্তি চট্টগ্রামের আমেষ চন্দ্র সেনের ছেলে। পেশায় তিনি হোটেল ব্যবসায়ী।