ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে ‘অবৈধ’ হাসপাতাল সিলগালা, মালিকের কারাদ-
Published : Wednesday, 9 June, 2021 at 12:00 AM
সনদ ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে চাঁদপুরে একটি হাসপাতাল বন্ধ করে মালিককে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক কমপ্লেক্সে এই অভিযান চালানো হয়।
আদালত এই হাসপাতালের মালিক সুমনা আক্তারকে এক বছরের কারাদ- দেয় এবং ছেংগারচর বাজারের এই হাসপাতালটি বন্ধ করে দেয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।
আফরোজা হাবিব শাপলা বলেন, হাসপাতালটি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই কার্যক্রম পলিচালনা করে আসছে। গাইনি সার্জন ছাড়া সিজারিয়ান অপারেশনও করা হতো এখানে।
“মোবাইল কোর্টের অভিযান চালানো হলে কর্তৃপক্ষ হাসপাতালের লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া ভুয়া ডাক্তার দিয়ে হাসপাতাল পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, হাসপাতালটিতে নিয়মিত কোনো ডাক্তার না থাকায় মালিক সুমনা নিজেই ডাক্তার সেজে অপারেশন করতেন এবং চিকিৎসাপত্র দিতেন বলে অভিযোগ রয়েছে।
লাইসেন্স ছাড়া এবং ভুয়া ডাক্তার দিয়ে হাসপাতাল পরিচালনা করার দায়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী মালিক সুমনা আক্তারকে এক বছরের কারাদ- এবং পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয় বলে জানান শাপলা।
অভিযান পরিচালনার সময় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন উপস্থিত ছিলেন।