ফোন ছিনতাইকারী শিগগিরই ধরা পড়বে, আশা পরিকল্পনামন্ত্রীর
Published : Wednesday, 9 June, 2021 at 12:00 AM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই তার মোবাইল ফোনের ছিনতাকারীকে ধরতে পারবে।
মঙ্গলবার একনেক বৈঠক নিয়ে ব্রিফিংয়ের পর মন্ত্রী বলেন, ছিনতাইকারীকে এরই মধ্যে চিহ্নিত করা গেছে।
গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান পরিকল্পনামন্ত্রী। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছোঁ মেড়ে নিয়ে উধাও হয়।
মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি।
মোবাইল ফোন উদ্ধারের কতটুকু এগোলো- মঙ্গলবার এমন প্রশ্নে মন্ত্রী মান্নান বলেন, “তার (ছিনতাইকারী) নাম ঠিকানা লোকেট করার কথা আমাকে (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছে।
“কিন্তু সে গা-ঢাকা দিয়ে আছে। তাকে ধরার প্রক্রিয়া চলছে। শিগগিরই ধরতে পারবে বলে আশা করছি।”
গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মাদকাসক্ত এক যুবককে চিহ্নিত করার কথা বলেছিলেন।
তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছিলেন তিনি।