ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাতভিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি
Published : Wednesday, 9 June, 2021 at 12:00 AM
১১ জুন শুরু হচ্ছে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো। এর আগে প্রতিপক্ষদের হুঙ্কার দিয়ে রাখলো জার্মানি। প্রীতি ম্যাচে লাতভিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের প্রস্তুতি সেরে রেখেছে ইওয়াখিম ল্যোভের দল।
প্রীতি ম্যাচ হলেও জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যারের জন্য মাইলফলকের ম্যাচ ছিল এটি। প্রথম জার্মান গোলকিপার হিসেবে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। ডেনমার্কের সঙ্গে গত ম্যাচটা ড্র হওয়ায় এই ম্যাচে শুরু থেকেই ক্ষীপ্র গতি লক্ষ্য করা গেছে থমাস ম্যুলার ও কাই হাভের্তজের।
বেশ কিছু সুযোগ হাতছাড়া হলে ১৯ মিনিটে আর কোনও ভুল করেননি রবিন গোজেনস। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো হাভের্তজের পাস থেকে গোলটি করেন তিনি। এর পর অবশ্য ব্যবধান ৩-০ করতে সময় লাগেনি জার্মানির। ২১ মিনিটে জাল কাঁপান গুন্দোগান, ২৭ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন ম্যুলার। যা ছিল দুই বছরেরও বেশি সময় পর ফেরা তারকার প্রথম গোল।
৩৯ মিনিটে আবারও হাভের্তজের নেওয়া শট থেকে গোল আসে। তার শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন লাতভিয়া গোলরক্ষক রবার্টস ওসোলস। বিরতির আগ মুহূর্তে স্কোর শিটে নাম তুলেন সার্জ জনাব্রি।
দ্বিতীয়ার্ধেও জার্মানির গোল বন্যা রুখে দেওয়ার সামর্থ্য ছিল না লাতভিয়ার। ৫০ মিনিটে টিমো ভেরনারের গোলে স্কোর হয়ে যায় ৬-০। ৭৫ মিনিটে লাতভিয়া সান্ত¡নাসূচক একটি গোল দিলে পরের মিনিটে আবার তাদের জাল কাঁপিয়ে দেয় জার্মানি। সপ্তম গোলটি করেন লেরয় সানে।
জার্মানি ইউরো শুরু করবে ১৫ জুন। এফ গ্রুপে তাদের প্রথম প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। একই গ্রুপে রয়েছে পর্তুগাল, হাঙ্গেরিও।