ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার শিশুরা পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ‘শিশু খাদ্য’
Published : Monday, 17 May, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী কঠিন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা খেটে খাওয়া পরিবারের শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য পৌঁছে দিচ্ছেন  দেবিদ্বার উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুল মাঠে অসহায় পরিবারের  মাঝে  শিশু খাদ্য সামগ্রী শিশুখাদ্য মায়েদের হাতে তুলে দেন ইউএনও রাকিব হাসান। এসব শিশু খাবারের মধ্য রয়েছে দুধ, চিনি, সুজি, ডালসহ নানা সামগ্রী। পাশাপাশি কর্মহীন অসহায় গরিবদের মাঝে ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।
ইউএনও রাকিব হাসান বলেন, প্রধানমন্ত্রীর দেয়া শিশু খাদ্যসামগ্রীর প্রথম দফায় ১৭০টি পরিবারের মাঝে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়নের গ্রামগুলোতে বিতরণ করা হবে। তাছাড়া কর্মহীন অসহায় লোকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিনির্ভর মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও শিশুদেরকে নিরাপদ রাখা সম্ভব। সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য সর্তকতা  মেনে চলারও আহ্বান জানান।