ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুকুরের সঙ্গে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Published : Thursday, 6 May, 2021 at 2:28 PM
কুকুরের সঙ্গে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরনোয়াখালীর সদর উপজেলা সুধারামে গভীর রাতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাপুর বাজারের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিয়াজুর রহমান রাব্বী (৩০), অশ্বদিয়া ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে।

সুধারাম থানার ওসি মো.সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাব্বী রাত ১টার দিকে মোটরসাইকেলে অশ্বদিয়া থেকে মাইজদী যাচ্ছিলেন। পথে সোনাপুর বাজারের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলের সঙ্গে একটি কুকুর ধাক্কা খায়। এতে রাব্বী নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সুধারাম থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।