ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জরুরি নয় এমন সরকারি কর্মীদের ভারত ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের
Published : Thursday, 6 May, 2021 at 1:54 PM
জরুরি নয় এমন সরকারি কর্মীদের ভারত ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রেরকরোনাভাইরাসের টানা রেকর্ড সংক্রমণের কারণে জরুরি নয় এমন সরকারি কর্মচারীদের ভারত ছাড়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়টি জানিয়েছে, জরুরি নয় এমন কর্মচারীদের মধ্যে যারা স্বেচ্ছায় ভারত ছাড়তে চান তাদের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে মন্ত্রণালয়টি ভারতে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের ভারত ছাড়ার অনুমতি দিয়েছিল। তারা চাইলে ভারত ছাড়তে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছিল মন্ত্রণালয়টি। এবার জরুরি নয় এমন কর্মচারীদেরও একই অনুমতি দিল তারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় একটি ঢেউ ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে বহু রোগী মারা যাচ্ছেন।

এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ভারত ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে য্ক্তুরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।