ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমেক করোনা ইউনিটে ১০টি সেন্ট্রাল অক্সিজেন ফলোমিটার উপহার দিলো জাগ্রত মানবিকতা
Published : Monday, 3 May, 2021 at 12:00 AM, Update: 03.05.2021 1:02:07 AM
কুমেক করোনা ইউনিটে ১০টি সেন্ট্রাল অক্সিজেন ফলোমিটার উপহার দিলো জাগ্রত মানবিকতানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের জন্য ১০ টি সেন্ট্রাল অক্সিজেন ফলোমিটার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা। জাগ্রত মানবিকতা ও ভাইব কমিউনিকেশন্স এর যৌথ উদ্যোগে করোনা ইউনিটে রোগীদের অক্সিজেন সরবরাহে সহযোগিতায় এসব সরঞ্জাম উপহার হিসেবে দেয়া হয়। রবিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিনের হাতে এসব অক্সিজেন ফলোমিটার তুলেন দেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও ভাইব কমিউনিকেশন্স এর সিইও ছাইব বাপ্পিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন জানান, করোনা রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য প্রতিনিয়ত এসব সরঞ্জাম প্রয়োজন হচ্ছে। হাসপাতালে যেগুলো থাকে এগুলো প্রায় বদলাতে হয়। এমন উপহার আসলেই করোনা আক্রান্তদের চিকিৎসায় অনেক সহযোগি হবে। জাগ্রত মানবিকতাকে ধন্যবাদ।
জাগ্রত মানবিকতার সাধারণ তাহসিন বাহার সূচনা জানান, করোনা আক্রান্তদের পাশে থাকতে আমাদের এই প্রয়াস সবসময় আছে। ভবিষ্যতেও এধরনের সহযোগিতার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো।