ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় জোরপূর্বক ধান কাটা নিয়ে সংঘর্ষ
Published : Saturday, 1 May, 2021 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খৈছাড়া গ্রামের ফসলী মাঠে জমির ধান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে এক পক্ষের ৪জন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন- চান্দিনার খৈচারা গ্রামের মরহুম আলী মিয়ার ছেলে চারু মিয়া (৮০), তার ছেলে আ. ছামাদ (৫০), মো. নোমান (৩৫), মো. আল আমিন (৩০) গুরুতর আহত হয়। এছাড়া অপর পক্ষের আরও ২জন আহত হয়। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেন জানা গেছে।
মাঙ্গলবার (২৭ এপ্রিল) চান্দিনা থানায় মামলা দায়ের করেন জমির মালিক খৈছাড়া গ্রামের মো. চারু মিয়া। গত সোমবার (২৬ এপ্রিল) ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলার এজাহার এবং আহতদের সাথে কথা বলে জানা যায়, খৈছাড়া গ্রামের ফসলী মাঠে মো. চারু মিয়া ৩০ শতাংশ জমিতে ইরি ধান রোপন করেন। সোমবার দুপুরে পাশর্^বর্তী খিরাসার মোহনপুর গ্রামের মো. সহিদুল ইসলাম এর নেতৃত্বে প্রতিপক্ষের ১০-১২ জন লোক মো. চারু মিয়ার মালিকানাধীন ওই জমির ধান কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে জমির মালিক তার লোকজন নিয়ে ধান কাটায় বাঁধা দিলে প্রতিপক্ষের দুষ্কৃতকারীরা রামদা, ছেনি, কাঁচিসহ দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
জমির মালিক মো. চারু মিয়া জানান, প্রতিপক্ষের লোকজন আমার ৩০ শতাংশ জমির ধান কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সংঘর্ষের ঘটনা সত্য। আহতরাও চিকিৎসাধীন রয়েছে। মামলার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।