ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে ধোনির চেন্নাই
Published : Sunday, 25 April, 2021 at 8:26 PM
কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে ধোনির চেন্নাইচলতি আইপিএলের শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রোববারের আগে নিজেদের চার ম্যাচে টানা জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল বেঙ্গালুরু। কিন্তু এদিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের বিপক্ষে ১৯২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২২/৯ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু।

৬৯ রানের বড় জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠে গেল চেন্নাই। দলের জয়ে ২৮ বলে সর্বোচ্চ ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন রবিন্দ্র জাদেজা।