ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চকবাজার, বউ বাজার ও গয়ামবাগিচায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযান
Published : Saturday, 24 April, 2021 at 8:59 PM
চকবাজার, বউ বাজার ও গয়ামবাগিচায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতারমাসুদ আলম।। কুমিল্লা নগরীতে ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কঠোর অভিযানে নেমেছে। শনিবার (২৪ এপ্রিল) কুমিল্লা নগরীর চকবাজার, বউ বাজার ও গয়ামবাগিচায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারী চক্রের চার সদস্য হচ্ছে নাঈম মিয়া, শাহ আলম, বাদশা মিয়া ও আরাফাত হোসেন।

সূত্র জানা যায়, কুমিল্লা নগরী ও মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ একাধিক ছিনতাইকারী চক্র। ছুরি কিংবা অস্ত্র ঠেকিয়ে আবার চলন্ত গাড়ি থেকে টান দিয়ে নারীর ব্যাগ, মোবাইল ফোন, টাকা-পয়সা কিংবা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছে তারা। গত চার মাসে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে নারীসহ কয়েক ডজন ছিনতাইকারীকে। এখনও নগরজুড়ে দাফিয়ে বেড়াচ্ছে আরও কয়েক ডজন ছিনতাইকারী। যারা ছিনতাইয়ে ব্যবহার করছে পিস্তল ও ছুরিসহ নানা ধরনের অস্ত্র।

জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ কুমিল্লায় যোগদানের পর এই ছিনতাইকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে নামেন তিনি। কুমিল্লায় নগরীর কান্দিরপাড়, সালাউদ্দিন মোড়, টমছম ব্রিজ ও ইপিজেড এলাকায় অভিযানও পরিচালনা করেন তিনি। কিন্তু তাতেও ছিনতাইকারীদের উৎপাত দমন করা যাচ্ছে না।

পুলিশে গোয়েন্দা শাখার (ডিবি) মোহাম্মদ আনোয়ারুল আজিম জানান, কুমিল্লা নগরীতে দাফিয়ে বেড়ানো ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ৩টি ছুরি উদ্ধার করা হয়। শনিবার কুমিল্লা নগরীর চকবাজার, বউ বাজার ও গয়ামবাগিচায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।