Published : Friday, 23 April, 2021 at 12:00 AM, Update: 23.04.2021 12:50:14 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জজকোর্ট ও সুপ্রীমকোর্টের প্রবীণ আইনজীবী মো: শহীদউল্লাহ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট মো: শহীদউল্লাহ’র জামাতা অধ্যাপক শাহীন শাহ্। তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে গত ১৬ এপ্রিল তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মৃত্যুবরণ করেন তিনি। মরহুমের প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার সকাল ১০ নগরীর রেইসকোর্স নূর মসজিদ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজার নামাজ ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই নাজনীন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের স্যদস্যবৃন্দ। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য শুভানুধ্যায়ীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তাঁরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র,এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।