ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় লাকসামের কলেজ শিক্ষকের মৃত্যু
Published : Tuesday, 20 April, 2021 at 7:15 PM
করোনায় লাকসামের কলেজ শিক্ষকের মৃত্যুমোঃ হুমায়ুন কবির মানিক
করোনা আক্রান্ত হয়ে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক (২৪ তম বিসিএস) মোঃ মাসুদ আলম মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুরে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা গেছে, গত কয়েকদিন যাবৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন মোঃ মাসুদ আলম। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। বিসিএস করার আগে তিনি লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। তাঁর গ্রামের বাড়ি চান্দিনা উপজেলায়। তিনি তিন পুত্র সন্তানের জনক। তার বড় ছেলের বয়স ১৩ বছর।
সহকারী অধ্যাপক মাসুদ আলম লাকসামের একজন জনপ্রিয় শিক্ষক। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত। কলেজের অন্যান্য শিক্ষকদের কাছেও তার যথেষ্ট সুনাম রয়েছে। তাঁর মৃত্যুতে লাকসাম এবং আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।