
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে হাইমচর উপজেলা টাস্কফোর্সের অভিযানে আটক ১৬ জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ১টার দিকে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি রিগ্যান চাকমা।
আটক জেলেরা হলেন- মতলব উত্তর উপজেলার চর উমমেদ গ্রামের মো. আল আমিন (১৯), মো. ফয়সাল (১৭), কবির হোসেন (১১), ফারুক (২০), আবুল কাশেম (১৫), কবির হোসেন (১৪), সিড়ু বকাউল (১০), মাহফূ জুর রহমান, মো. আলী (২২), মো. মরুখান (৫০), মো. মঙ্গল হোসেন (১৬), মো. নুবর হোসেন (১১), মো. আব্দুল কাদির বকাউল (১৫), মো. আনোয়ার হোসেন (৩০), মো. কামাল (২১), মো. রায়হান (১১)।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সোমবার বিকাল ৫টা থেকে শুরু করে দ্বিতীয় ধাপে রাত সাড়ে ১১টা পর্যন্ত হাইমচর এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১৬ জন জেলেকে আটক করে।
এ ছাড়া অভিযানে দুটি নৌকা, ২০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত জালে জড়ানো আনুমানিক ২০০ কেজি জাটকা রাতেই গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।