
করোনা সংক্রমণ রোধে আগামী ২৩ এপ্রিল থেকে ভারত থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার।
ভারতে ২৪ ঘন্টায় শনাক্ত ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজারের বেশি, দৈনিক শনাক্ত হচ্ছে ২ লাখের বেশি। করোনা প্রতিরোধে দেশটির কেরালা রাজ্যে দুই সপ্তাহের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, ২৪ ঘণ্টায় ১৬শ ৭ জনের মৃত্যুতে ব্রাজিলে মোট প্রাণহানি ৩ লাখ ৭৫ হাজারের বেশি। নতুন ৩৪ হাজার ৬৪২ জন শনাক্তে মোট শনাক্ত ১ কোটি ৩৯ লাখ ৭৭ হাজারের বেশি। বিশ্বে কোভিড-১৯ এর ছোবলে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৩০ লাভ ৪৩ হাজার মানুষের।